শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যা মামলার চার্জশীট দ্রুত দাখিলের দাবি

মঞ্জুরুল হক (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭১ টেলিভিশনের সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার চার্জশীট দ্রুত দাখিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচির আয়োজন করে জামালপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন। এতে জামালপুর অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরের পরিচালনায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,সাধারন সম্পাদক লুৎফর রহমান,সাংবাদিক কাফি পারভেজ,বজলুর রহমান,মোস্তফা মনজু,আবুল কাশেম মুক্তা,মেহেদী হাসান, রবিউল ইসলাম ও নিহতের স্ত্রী মনিরা বেগম প্রমুখ। বক্তারা বলেন নির্বিক সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের দশ মাস পার হলেও এখন পর্যন্ত এ মামলার কোন চার্জশীট প্রদান করা হয়নি, মামলার ২ নং আসামী

ফাহিম ফয়সাল রিফাত আদালতে এখন পর্যন্ত হাজিরা না দিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে,৫ নং আসামী গাজি আমর আলী মেম্বার উচ্চ আদালতে জামিন নেয়ার পর,তার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নিম্ম আদালতে জামিন না নিয়ে প্রকাশ্যে পুলিশের সামনে চলাফেরা করছে এ ছাড়া মামলাটি দ্রুত বিচার আদালতে নেয়ার কথা থাকলেও তা মানা হয়নি। আর যারা এ মামলায় জেল হাজতে রয়েছে তারা জামাই আদরে রয়েছে বলে মানববন্ধনে অভিযোগ তোলা হয়। উল্লেখ্য গত ২০২৩ সালের ১৪ জুন সাংবাদিক গোলাম রবাবানী নাদিমকে নির্মমভাবে মারপিট করা হয়,পরের দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সোশ্যাল মিডিয়া শেয়ার করুন

2024 © banglardak.com