জামালপুরের ইসলামপুরে থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওসির অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে যুবদল নেতা হামিদুর রহমান মলিন বলেন, “এজাহারভুক্ত এক আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর জন্য ওসিকে বদলির হুমকি দিয়েছি—এটি সম্পূর্ণ বানোয়াট ও সাজানো গল্প। বরং আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করি।” তিনি এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অন্যদিকে, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের বক্তব্য ভিন্ন। তিনি জানান, গত ১৮ মার্চ গভীর রাতে একটি মারামারির মামলায় অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেপ্তার করা হলে, তাকে ছাড়ানোর জন্য যুবদল নেতা হামিদুর রহমান মলিন তদবীর করেন। ওসি এতে রাজি না হলে, হামিদুর রহমান তাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেন।
এ বিষয়ে ওসি সাইফুল্লাহ সাইফ আরও জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।