জামালপুরের মেলান্দহে পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২মার্চ) রাতে মেলান্দহ থানা পুলিশের একটি দল তাঁর নিজবাড়ি থেকে গ্রেফতার করে।
আসাদুল্লাহ ফারাজী উপজেলার পশ্চিম জালালপুর শিমুলতলা মোড় এলাকার মোহাম্মদ আলী ফারাজীর ছেলে। তিনি মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টের ধারাবাহিকতায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা, নির্যাতনসহ নাশকতার অভিযোগ রয়েছে।আইনানুগ প্রকৃয়ায় তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি