গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার (১ মার্চ) বেলা ১১টায় টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপর এ কর্মসূচি পালিত হয়। এতে ফ্লাইওভারের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে টঙ্গী বাজার বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। এখানে ঢাকার উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ নদীর দক্ষিণ পারের মানুষ সাপ্তাহিক বাজারসহ প্রতিদিন টঙ্গী বাজারে এসে ব্যবসা বাণিজ্য ও বাজার করে থাকেন। বেইলি ব্রিজ না থাকার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। তাই সরকারের নিকট টঙ্গী বাজার ও স্থানীয়দের জোর দাবি তুরাগ নদের ওপর যেন দ্রুত ব্রিজটি নির্মাণ করা হয়।
বিক্ষোভের ফলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সওজের প্রকৌশলী শরিফুল আলম দ্রুত সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা স্থানীয় রাজনৈতিক নেতাসহ টঙ্গী বাজারর ব্যবসায়ী তৈয়ব আলী, হানিফ আলী, হাসেম,নাসির, সাহাবুদ্দিন, দাদন, মোশারফ, সুলতানসহ বাজারের কয়েকশ ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।