24bangladeshnews.com
ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

টঙ্গীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি গ্রেফতার

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক আশিকুর রহমান (৪২) এর উপর হামলায় প্রধান আসামি সন্ত্রাসী ইমরান মাজারি টঙ্গী পশ্চিম থানায় গ্রেফতার। গতকাল শনিবার ৮ ফেব্রুয়ারী দুপুরে টঙ্গী মেলগেট এলাকা থেকে  গ্রেফতার করেন টঙ্গী  পশ্চিম থানা পুলিশ। 

গ্রেফতারকৃত আসামী ইমরান মাজারি টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতী শিংবাড়ী এলাকার আবুল বাশার উরফে জ্বীন হুজুরের ছেলে।

মামলা এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সংবাদকর্মী আশিকুর রহমানসহ তার পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য পোস্ট করে

হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে হুমকি প্রদান করে সন্ত্রাসী ইমরান মাজারী। (২৫শে জানুয়ারি) শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানার সামনে সন্ত্রাসী ইমরান মাজারী সংবাদকর্মী আশিককে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আশিক প্রতিবাদ করলে সন্ত্রাসী মাজারী মুঠোফোনের তার ভাই ফোরকান, বোরহানসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে ডেকে এনে টঙ্গী পশ্চিম থানার মূল ফটকের আতিকের চায়ের দোকানের সমনে  সাংবাদিক আশিকুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশে কুপায় ও এসএস পাইপ দিয়ে মাথায় আঘাত করে। এতে সাংবাদিক আশিকুর রহমান গুরতর আহত হন। পরে সাংবাদিক আশিকুর রহমানকে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

এ ঘটনায় গত (২৭ জানুয়ারী) সোমবার  আহত সাংবাদিকের স্ত্রী টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রধান আসামি ইমরান মাজারি ও অন্যান্য আসামীরা পলাতক ছিলেন। পরে ( ৮ ফেব্রুয়ারী) সোমবার  দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন মেলগেট এলাকা থেকে প্রধান আসামী ইমরান মাজারিকে গ্রেফতার করেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 


জানা যায়, মামলার প্রধান আসামী সন্ত্রাসী ইমরান মাজারি আওয়ামী লীগের দোসর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর সহযোগী হিসেবে ৫৩নং ওয়ার্ড শিংবাড়ী এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালীন নিরীহ মানুষকে ব্লাকমেইলসহ বাড়ী দখল করে চাঁদাবাজিসহ  বিভিন্ন কর্মকান্ড চালাতেন তিনি । ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সন্ত্রাসী কর্মকান্ড ঢাকতে পরিচয় দেন ফেসবুক সাংবাদিক। কথিত এই সাংবাদিক পরিচয়দানকারী বিভিন্ন সময় এলাকার সাধারণ মানুষকে ব্লাকমেইল করেন। চাঁদা না দিলে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালান। তার অত্যাচারে অতিষ্ঠ সুশীল সমাজ ।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, উক্ত মামলার প্রধান আসামি ইমরান মাজারিকে টঙ্গী মেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামিকে  গাজীপুর কোর্টে প্রেরন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি