24bangladeshnews.com
ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ঝিনাইগাতী মহিলা আওয়ামী লীগের আহবায়ক রুপালি গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
মার্চ ১৪, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪মার্চ) ভোরে উপজেলার তেতুলতলা বাজারের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এই নেত্রী তেতুলতলা এলাকার আব্দুর রহিম পাগলার মেয়ে।

পুলিশ জানায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রুপালির নামে ঝিনাইগাতী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী হওয়ায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার ভোরে গ্রেফতারের পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি