জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) দুপুরে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, হোটেল , বিভিন্ন বিপনিবিতান সহ নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন।
এসময় প্রত্যেক ব্যবসায়ীকে দ্রব্যমূল্যের বৃদ্ধি না করতে নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। বিশেষ করে ভোজ্য তেল, ছোলা, মাংসের মূল্য অহেতুক বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দেন ওসি খন্দকার শাকের আহমেদ।
পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
বাজার মনিটরিংকালে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, রোজাদার ব্যক্তি যেন বাজারে এসে দ্রব্যমূল্য নিয়ে মন খারাপ না করেন সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। কেউ যদি কৃত্তিম সংকট তৈরি করে ফাঁয়দা লুটতে চান তাদের ছাড় দেওয়া হবে না।
পবিত্র মাহে রমজানে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।