24bangladeshnews.com
ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

বকশীগঞ্জ হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন

মনিরুজ্জামান লিমন
মার্চ ৮, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা কার্যক্রম সহ দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে জামালপুর জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক হাসপাতালের চিকিৎসা সেবার মান ও বিভিন্ন বিষয় নিয়ে রোগী ও রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
এসম তিনি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্টাফদের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, আমি জামালপুর জেলা সিভিল সার্জন হিসেবে সদ্য যোগদান করেছি। সারা জেলার চিকিৎসা সেবার গুণগতমানে পরিবর্তন আসবে।
আমাদের চিকিৎসক ও স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে রোগীদের অহেতুক হয়রানি করা বা সেবার ঘাটতি না পড়ে। তবে বকশীগঞ্জ একটি পিছিয়ে পড়া উপজেলা। এই উপজেলার বেশির ভাগ মানুষ দরিদ্র তাই এই উপজেলায় স্বাস্থ্য সেবার মান বাড়ানো ও উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি